পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

frసెఆ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । মনির বাহিরে যথা নাহি যায় দেখা, অষ্টম বৎসর পূৰ্ব্বে তেমতি আমার নাহি চলে, ভগবতি, স্থতির নয়ন, শৈশব-প্রথম মম আচ্ছন্ন তমসে,-- অষ্টম বৎসর যবে, সমপাঠিগণ, পাঠাস্তে আনন্দে সবে মা মা যা বলিয়। ডাকি উচ্চৈঃস্বরে ষরে ছুটিত আলয়ে, অৰ্দ্ধ পথে তাহদের জননী যখন অাদরে লইয়া কোলে চুম্বিন্ত বদন সহস্ৰ চুম্বনে, মাতৃ-মেচেতে গলিয়৷ অৰ্দ্ধ শ্বাসে শিশুগণ পঠি বিবরণ বলিত যখন ; মরি কি পবিত্র চিত্র – ভাবিতাম আমি,—হায় ! এ জীবনে মদ প্রথম ভাবনা, হৃদয় আকাশে, স্বচ্ছ, সুনিৰ্ম্মল, এই প্রথম জলদ হইল সঞ্চার,—ভাবিতাম আমি মনে কোথায় জননী মম ? কে দিবে উত্তর ? জিজ্ঞাসিলে জনকেরে কাদিতা নীরবে পিতা ; কঁাদিত নীরবে বুদ্ধ পিতামহী মম ; কাদিত শঙ্কর—সহজ, সরল,— জনক-প্রতিম বৃদ্ধ রক্ষক আমার, হারাইলু স্বারে ওই ভাটনী-সলিলে । সকলে বলিত মাতা গিয়াছেন কাশী, আসিবেন ফিরে পুনঃ কিছু দিন পরে । কিন্তু মম জননীর প্রেমের মূরতি দেখিতাম, ভগবতি, শয়নে স্বপনে।