পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমর্তা । , «әs

  • নিরীহ কুরঙ্গ পশে নিবিড় কাননে । আশৈশব আমি এই বন-পর্য্যটন, বিজন কানন-শাস্তি, শোভা উদাসীন, বাসিতীম ভাল, দেবি, শঙ্করের করে ধরি আনন্দিত মনে, ভ্ৰমিতম বনে বনে দিব। দ্বিপ্রহরে। মহা মহীরুহ বিশাল শু্যামল ছত্র-তাস্তুপ-অভেদ্য— ধরিয়া পৰ্ব্বত শিরে অাছে দাড়াইয়া ; সুশীতল ছায়াতলে শঙ্করের কোলে পাখিয়া মস্তক সুখে, গুণমল কোমল স্নিগ্ধ দুৰ্ব্ব-গালিচায় রথি কলেবর, প্রকৃতির মুক্ত শোভা দেখিতে দেখিতে কহিতাম শঙ্করেরে পাঠ বিবরণ, আর কত শত কথা । শুনিস্তে শুনিতে শঙ্করের সুমধুর কাহিনী সরল ক্রমে নেত্র মুদিতাম অজ্ঞাত ਜਿੈ । . *একদিন অপরাহ্লে এইরূপে, দেবি !

স্বসিয়ছি দশভূজা-মন্দি ভূ-সম্মুখে, প্রশস্ত উপলখ েগু অতীব প্রাচীন এক বট বুক্ষতলে । বসিয়াছি স্বপ্নে শিখরের প্রান্তভাগে , সম্মুখে আমার গিরিহর ভীম অঙ্গ চন্দ্রচন্দ্রলারে দিয়াছে টালিয়া যেন নীল কাঞ্চীজলে । পূশ্চাতে মায়ের শ্বেত প্রস্তব-মন্দির ; মন্দিরের দুই পশ্বে শৈল অদ্ধ চন্দ্র পাপিয়া বঙ্কিম অঙ্গ অরণ্য-মণ্ডিত