পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৰানচন্দ্রের এস্থাবলী । ۰۰ه ছুটেছে পশ্চিমে। কটিদেশে প্রভাকর ; · স্বৰণ সুদীর্ঘ রশ্মি তরুর বিচ্ছেদে পশি বন-জন্তরালে করিয়াছে হায় ! - শু্যামল কানন শোভা কারুকার্য্যময় । মন্দিরের পাশ্বে বসি কুরক্ষিণী মাতা —দেবীর আশ্রিত বৃক্ষ-করিছে লেহন সাদরে শিশুর অক্ষ । অনন্দে শাৰক নাচিতেছে, ছুটিতেছে, ফিরিতেছে পুনঃ আনন্দে মায়ের বুকে নাচিয়া নাচিয়া। এই চিত্র, ভগবতি, দেখিতে দেখিতে ভরিল হৃদয় মাতৃপ্রেমে ; হায়, দেবি, ভাসিল নয়ন মম । কহিষ্ণু শঙ্করে“ওই দেখ মৃগশিপ্ত মায়ের আদরে, # লভিছে কি মুখ, আহা ! জননী আমার কবে আসিবেন ফিরে, বল না শঙ্কর " আমারে লইয়া বুকে, কঁাদিতে কঁদিতে, হয় । হতভাগ্য বৃদ্ধ লাগিল বলিতে— "আর কত দিন, বাছা, প্রবঞ্চিব তোরে, বাড়াব আশার তৃষ্ণ ! বলিব সকল আজি ; হতভাগ্য জুই। পূর্ণ গর্ভবতী জননী দুঃখিনী তোর, সপত্নী যন্ত্রণ ন পারি সহিতে,—সৰ্ব্ব-দুঃখ-সহনীয় রমণী জীবনে এই সাপজ্য-কণ্টক . হায় । অসহ কেবল -জভিমানে ঘোর ७थइवर्णिण अछानौि उचिर७ औदन ।