পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

که به وسی\ • *.x. নবীনচন্দ্রের গ্রন্থাবলা । কত দিন ? বোধ হয় প্রতিদিন,—এই পাষাণে রাখিয়া বুক, শিশুমতি আমি, কাদিয়াছি স্মরি মম দুঃখিনী জননী ; জুড়ায়েছি মাতৃশোক পাষাণ শীতলে । কত কঁাদিয়াছি হয় ! মম তাশ্রুজলে ভিজি এই শিলা-খগু হয়েছিল যেন স্বকুসুম স্বকুমার,—পাষণ বলিয়া আর হইত না জ্ঞান । কি বলিব, দেবি, ভাবিতম এ পাষাণ মাতৃকোল মম । পাঠাত্তে, মৃগয়া অন্তে, এই শিলাসনে করিতাম শ্রম শাস্তি, শুঙ্গিতে শুনিতে পত্রের মর্শ্বর, বন বিহঙ্গের ধ্বনি— মধুর অজ্ঞাত ভাষা । ভাবিতে ভাবিতে, দেবি, অৰ্দ্ধ-স্থত, অদ্ধ-বিস্তুত, বদন জননীর পণ্ডিতাম ঘুমাইয়া । ছিল শৈশবে আমার এই নিরেট পাষাণ, শাস্তি, মুখ, স্নেহ, দয়া, সৰ্ব্বস্ব আমার' “এই শিলাসনে এই পৰ্ব্বত-শিখরে এইরূপে ভাবিতেছি হয় ! এক দিন অবসন্ন মনে । সন্ধ্যা সন্তাপহারিণী ছায়ার উপরে ছায়া, ছড়াইছে ক্রমে,ছায়া ক্রমে গাঢ়তর। গম্ভীর প্রকৃতিমুখ, শাস্তু সুশীতল ! এই সন্ধ্যাণে বে জগতের দৃপ্ত যত ধীরে অস্তৰ্হিত ক্রমশঃ হইতে থাকে তিমির ছায়াং, অস্তৱ জগত তত হয় ভাসমান । .