পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Geb নবীনচন্দ্রের গ্রন্থাবলী । না ফুটিল কথা আর,–হইমু মূচ্ছিত।

  • আর এক দিন, দেবি,—ঞ্জীবনে আমার,

অতিক্ৰমি অমাবস্তা, মহাকাল ছায়া, ক্রমে ক্রমে অষ্টমীর চন্দ্রের মতন হইয়াছে বলাধান । পূৰ্ব্ববং মম শষ্যাপ্রাস্তে একপাশ্বে বসিয়া শঙ্করঈশ্রীপুর্ণ অগি ! অন্ত পার্শ্বে তেজঃপুঞ্জ সেই বীরবর,—বসি নীরবে দুজন । নীরব,—গণিছে যেন নিশ্বাস আমার স্থিরনেত্রে । বহুক্ষৰ সেই মুখ পানে রহিলাম নিরখিয়া । ভগবতি, সেই তীব্র জ্যোতি পরিপূর্ণ উজ্জল নয়ন,— তাড়িতাগ্নি ঝলসিত জলধর আভ, চিত্তের ছৰ্দ্ধমনীয় বাসনা ব্যঞ্জক ! . গম্ভীর মুখস্ত্র ; সেই উন্নত ললাট ;-- বীরত্ব-ভাস্কর যেন মধ্যাহ্ন গগন, অদৃষ্ঠ, অনলোজল ; দেখেছি, দেখেছি যেন পড়িতেছে মনে । মুদ্রলে তখন জিজ্ঞাসিমু-কে আপনি ? উত্তর-“শিবজী । “শিবজী ?--অজ্ঞাভে পণ্ঠে হ’ল প্রতিধ্বনি । মম ; স্থির নেত্রদ্ধয় হইল স্থাপিত অপলক, সেই বীর-বদনমণ্ডলে । শরীরে ঈষৎ কম্প হ’ল সঞ্চালিত । নাহি জানি সে দৃষ্টিতে ভয়, কি বিস্ময়, শ্রদ্ধা, ঘৃণা, কোন ভাব পাইল বিকাশ । প্রতি দৃষ্টি মম পানে করি কিছুক্ষণ,