পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ●》> ষেই মহামস্ত্রে আমি হয়েছি দীক্ষিত— ‘ভারতের স্বাধীনতা— মহারাষ্ট্র জয় ?— সাধিব এ মন্ত্র আমি ” সাধ,ইব অণর— মহারাষ্ট্র মহিলাপ্লা, ভৈরবী রূপিণী প্রেমরঙ্গ পরিহরি, দুণরঙ্গে মাতি, নিস্কোষিয়া রীক্ষ অসি, গাইবে উল্লাসে— “ভারতের স্বাধীনতা,-মহারাষ্ট্র জয় ? মাতৃকোলে শিশুগণ গাৰে অস্কালিয়া— ‘ভারতের স্বাধীনতা,—মহারাষ্ট্র জয় ? মন্দ্রিলে জীমূহ বৃন্দ হিমাদ্রি-শিখরে, গৰ্জ্জিবে দক্ষিণে সিন্ধু উত্তল তরঙ্গে,— "ভারতের স্বাধীনতা,—মহারাষ্ট্র জয় ? এই জয় সিংহনাদ করিবে প্লাবিত পুরবে চট্টলাচল, পশ্চিমে গান্ধার। ৰথা এই মহামন্ত্র হইবে ধ্বনিত, ' অর্ধ্যের শৃঙ্খল-ভার পড়িবে খসিয়া তুষার শৃঙ্খল যথা ত্বিষম্পত্তি-করে । কঁপিবে মোগলপতি দিল্লী সিংহাসনে দিবসে, শুনিয়া এই মহামন্ত্র ধ্বনি ; ডাকিবে নিশীথ স্বপ্নে-শিবজী ! শিৰঞ্জী ! করিব মোগললক্ষ্মী ছায়া পরিণত, শিশু যেন পারে তারে ফেলতে ঠেলিয় । শাস্তিব শাস্তায়, আমি দণ্ডিব দাম্ভিকে, বীরেন্দ্র । ভারত রাজ্য করিব উদ্ধার । , বীরবর তুমি, এই প্রমণ তাহার রহিয়াছে বক্ষে মম’-দেখিলাম, দেবি, '