পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sృు নৰীনচন্দ্রের গ্রন্থাবলী । শুনিতে বাসনা তব ! কে সে ?—কুম্বমিক বাল-সহচরী মম ; কৈশোর-সঙ্গিনী ; যৌবনের স্বথ-স্বপ্ন —অশ্রান্ত বাসনা ; মরুময় জীবনের সরসী শীতল । মানব-হৃদয়, দেবি, নহে আজ্ঞাধীন— । নহে দর্শনীয়। হয়। পারিতাম যদি খুলিতে অস্তৱদ্বার, দেখিতে তথায় নাহিক হৃদয় মম ; রূপাস্তরে তার বিরাজিছে কুমুমিকা—হৃদয়-রূপিণী ! “ভগবতি, রঙ্গমতী নিবিড় কাননে । অস্থতি ছিল এক তরু স্বকোমল । কোথা হতে, মরি এক কনকবল্লরী আসিয়া মিলিল সেই তরু সুকুমারে , আচম্বিতে। দেবি ! দিন দিন তরু লতা বাড়িতে লাগিল ; দিন দিন লতা তরু অনন্ত বেষ্টনে, হায় । বেষ্টিত হইল । ষতই নিদাঘ-শিগ হইত প্রখর, উজ্জ্বল ; शङझे कौड ट्झेठा শীতল ; আলিঙ্গিত পরস্পরে তত গাঢ়তর। বসন্ত কোকিল কণ্ঠে, মলয় অনিলে, আলাপিত পরস্পরে ; দেখিত যুগলে অতৃপ্ত, যুগল শোভা ; ভাসিত আবার অনিবার বরিষার আনন্দ সলিলে । কি হেমন্ত, কি বসন্ত, শরত, শিশির, গ্রীষ্ম, বর্ষা, কিংবা দিবা নিশি, কালাকাল, স্বথ, দুঃখ, না পারিজ খুচাইতে, দেবি,