পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমৰ্ত্তী । ఆ সেই প্রেম আলিঙ্গন—স্বভাব-বেষ্টন,— অবিচ্ছিন্ন, অপার্থিব । ভগবfত, এই বীরেন্দ্র সে তরু, সেই লতা কুমুমিকা ! “আজি সেই লতা, দেবি, বিশুষ্ক আমার, শুনিষ্ঠু ব্রাহ্মণমুখে,—জাতিভ্রষ্ট আমি ! হয় রে - শুনিমু যেন বধজ্ঞা আমার বিচারক-ভীম-কণ্ঠে । কি যেন হঠাৎ মস্তিষ্ক হইতে মম হুইল নির্গত । হু হু শব্দ শুনিলাম শ্রবণে কেবল । দেখিমৃ হৃদয় শূন্ত, শূন্ত ধরাতল,— দাহমান মরুভূমি ! ভাসিল নয়নে সচঞ্চল, নিরাকার, জ্যোতিশচক্র রাশি । কি করিমু, কি কহিনু, দেখিমু, শুনিমু, নাহি পড়ে মনে, দেবি ; কিছুক্ষণ পরে জানিলাম, তরী বক্ষে, চলেছে স্বদেশে । শেষে দুরদৃষ্ট, এই তটিনী-সলিলে কি ঘটা’ল, ভগবতি । 壽

  • এমন সময়ে

“উঠ মা ! উঠ মা !”—বলি, মন্দির কপাটে মৃদু মৃদ্ধ বাহিরে কে করিল আঘাত । সেই কণ্ঠে সে আঘাতে, চেতন। সঞ্চার করিল তাপসী অঙ্গে । সুদীর্ঘ নিশ্বাস ছাড়ি ত্রস্তে উদাসিনী উঠিলা যখন, দেখিলা বীরেন্দ্র, দুই বিন্দু অশ্রবারি পবিত্র নয়ন হ’তে, অঙ্কিয়া কপোল পড়িল বসন রক্তে—দুটা তারা যেন ।