পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ቖ 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । হাসিতেছে পূৰ্ণচন্দ্র গোরীর বদন বাম অংসোপরে, যেন শারদ গগনে । মদনে, মাদকে, অন্ধ নিৰ্মীলিত অীখি, অপাঙ্গে চাহিয়া আছে সেই মুখ পানে,— আচঞ্চলে, অপস্তলক । ষেষ্ট মেত্রানলে মদন হইল ভস্ম, সেই নেত্রমুতে নিশ্চয় বাচিত আজি বিদগ্ধ মন্মথ । ঈষদ বঙ্কিম গ্রীবা ; যুগল বদন” ঈষদে পরশি, মরি, শোভিতেছে যেন রাহু পরশিয়া চাদে ! মিশিয়াছে দীর্ঘ জটাভার ঘন কৃষ্ণ বিমুক্ত চিকুরে । দম্পতির এক কর গলায় গল{য় আলিঙ্গিয়া পরস্পরে ; শোভে অন্ত কর উমার কোমল অঙ্কে । পদ্মাসনে এক ' পদ ; প্রেম-সম্মিলনে পদ অন্ততর চুলিছে অসাবধানে কুণ্ডের সলিলে,— বিকচ কমলদ্বয় ভাসিতেছে যেন, আসন হইতে ঝরি মকবন্দ ভারে । পাতাল হইতে বারি উঠি আবিরত, প্রক্ষালি, অমরারাধী চরণ যুগল, উছলি উছলি ওই ছুটিছে দক্ষিণে, পড়িছে সহস্র ধারে, সহস্রধারায় । প্রেম-অবতার মূৰ্ত্তি –ভাৰিলাম মনে নগেন্দ্র-নন্দনী উমা, বিশ্ব-বিমোহিনী, তপ্ত কাঞ্চনের কাস্তি, অনন্ত যৌবনা, রত্নরাজি ঝলসিতা, বৰিয়াছে হায় !