পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । & Rol মহর্ষি বাদ রায়ণ, অগ্নিকোণে তার, দক্ষজা-দক্ষিণ-ভুজ, বিষ্ণুচক্রে ছিন্ন পড়েছিল হায় । এই কম্পা নদী তীরে । দক্ষিণ-শক্তি-রূপিণী কালী ভয়ঙ্করী, . শবস্থা, নৃমুণ্ডমালী, নাগোপবীতিনী, চন্দ্রাদ্ধধারিণী কৃষ্ণ, দিগম্বরী ভীমা, সব্য হস্তে মুক্ত খড়গ, দক্ষিণে অভয়, । লেলিহান মহাজিহ্বা, উজ্জলদশনা, ছিল। বিরাজিত ;–সতী অঙ্গজ ভীষণ, ভারতের সতীত্বের শত্রুবিনাশিনী ! জগতের যত তীর্থ, যত দেব, দেবী, বেষ্টিয়া দক্ষিণ-শক্তি কম্প নদী তীরে, • দশ মহাবিদ্যা সহ, ছিল বিদ্যমান । দেব বাথ, দেব নাট্য, দেবতার গীত, দেবতার ক্রীড়াধ্বনি, অনন্দ লহরী, ভাসিত বাসস্তানিলে । শুiম তরু-শাথে খেলিত বিহঙ্গচয় ; জলচর সহ । রমিত অপসৰ্ব্বাঙ্গনা কম্পর সলিলে ;– অতি রমণীয় স্থান, অদুশু মানবে। অদূরে “চন্দ্রশেখর—জ্যোতিৰ্ম্ময় ঋষি যেন, মহাধ্যানে রত। যোগানল শিখা জলে অঙ্গে স্থানে স্থানে জ্যোতিৰ্ম্ময়' রূপে। পদতলে ‘ক্রমদীশ কক্ষে “বিরূপক্ষ", উত্তরীয় মন্দাকিনী, শিরে চন্দ্রনাথ’ শোভে । প্রবাল মুকুট সম শ্বেত,হর্শ্ব যার । রাজেন্দ্র দর্শনাভিলাষী দরিদ্র ধেমতি,