পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতা । శ్రీఫిఫి মধ্যাহ্ন ভাস্করে । পূৰ্ব্বে বিস্তারিয়া কায় অনন্ত পার্থিব রাজ্য—বিচিত্র বসুধা । । শোভে গ্রাম সারি সারি বিটপী সজ্জিত, পীত শস্তক্ষেত্র মাঝে, উপবন মত – খান দ্বীপপুঞ্জ যেন হরিত সাগরে । তরুসনে তরুগণ অঙ্গ মিশাইয়া; আলিঙ্গিয়া পরম্পরে অসংখ্য শাখায়, শোভিতেছে স্থানে স্থানে, নানা অবয়বে— প্রকৃতির উপবন । শোভিতেছে মাঠে গোপাল, মহিষপাল ; যেন নানাবর্ণ স্থলজ কুসুম রাশি ফুটেছে প্রাস্তরে । তড়াগ দীর্থিক গণ শোভে অগণন, প্রবালের ফোটা যেন বসুধা লম্বাটে, ঝল বল রবি করে। প্রবালের হার,— পৰ্ব্বত-বাহিনী দীর্ঘ স্রোতস্বতীচয় । ব্যাপিয়া নয়ন পথ, উত্তরে দক্ষিণে সুদীর্ঘ ওরঙ্গায়িত পৰ্ব্বত-লহরী,— গিরির পশ্চাতে গিরি, অনন্ত শৃঙ্খলে । প্রকৃতি কৌতুকণীল, আহা মরি ! যেন উপহাসি মহীর্ণবে দেখায় ভীষণ তরঙ্গ-লহরী-লীলা ভূধরশিখরে,— আচঞ্চল, অতরল, অমর, অটল । মধ্যস্থলে চন্দ্রনাথ, ভীষণ মুরতি, প্রকৃতির শৈলসৈন্তে মহারথী যেন, ভীমকায় বীরবর, সসৈন্তে সজ্জিত