পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&లి নবীনচন্দ্রের গ্রন্থাবলী অনন্ত সমুদ্র সহ মহাযুদ্ধে যেন । আবৃত বিপুল দেহ পাস্বাণ কবচে দুর্ভেদ্য, সজ্জিত তনু অসংখ্য আয়ুধে, মহা মহীরুহে, মহাশিলাখণ্ডচয়ে । জলিতেছে রোষানল ধক ধক ধক 'জ্যোতিৰ্ম্ময় অগ্নিশিপা ; মহাযুদ্ধকালে, নির্গত হইয়া বহ্নি ঘটবে প্রলয়ু । কিন্তু চন্দ্রশেখরের শিখর উপরে নাহি সেই বীরভাব ; অস্থিা ! মরি হেথঃ সকলি মধুর। ওই মধুর অনিলে । কোমল শু্যামল পত্র মৰ্ম্মরে মধুরে ; আপুণ্য রসুন-চৌকি মির্জনে-মধুরে পাজাইছে ঝিল্লী ; শুনি অরণ কদলী । বিছাইয়া রবিকল্পে শু ম পুত্রাবলি, স্বগোল শীতল তন্ত্ৰী, হাসিছে মধুরে শ্যামল কানন কোলে " থেকে থেকে মবি ! দয়েল দিতেছে তান ; গাইছে কুকুট, স্বনে স্বনে ; বৃক্ষে রক্ষে নাচিছে রিশাল । আজি শিবচন্তু দর্শী, আজি সুমধুরে পামাকণ্ঠ-হলুধ্বনি ধ্বনিছে পঞ্চমে ! মন্দির-প্রক্ষিণে এই বট-বৃক্ষ-ভলে, ছায়াতে বসিয়া এক তপস্বী যুবক, উদয় অচলে যেন দেব অংশুমালী । বিভূতি-ভূষিত অঙ্গ : ভষ্ম আচ্ছাদিত দেব বৈশ্বানর ধেন : তেজঃপুঞ্জ যোগী । বীরত্ন-গৰ্ব্বিত কক্তি ;– বিশাল উরস,