পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চৰ্ম্মাবৃত তানপুরার তুম্বি মনোহর । চতুষ্কোণাকৃতি মুখে নয়ন যুগল। ভাসমান পূর্ণচক্র । হায় ! নাসিকার, নয়নের সন্ধিস্থানে নাই নিদর্শন, তদখে ভীষণ মূৰ্ত্তি, যুড়িয়া বীন ! উদ্ধবক্র অগ্রভাগ দ্বিগুণ ভীষণ । বিহঙ্গের চঞ্চু জিনি অধরযুগল, মরি কি বিচিত্র শোভা । হাসিলে আবার ফাট চন্ধু কৰ্ণ হতে, মীর : কর্ণাস্তরে, ব্যাদানে বদন দুষ্ট সরল রেখায়, , বিকাশিমা কৃষ্ণ- কুক্ত গজদন্তু মালা । এই মূৰ্ত্তি প্রৌঢ় কিন্তু মস্তকে তাহার মাতি কেশ-চিহ্ন মাত্র, মসৃণ তালুকা তৈলোঙ্গল সুচাইতে ফল ভ্রম, আছে এক রেখা পেশাবলি বেষ্টিয়া মস্তক । পরিধান শ্বেত বস্থ, অনাবৃতোদর ; কুঞ্চিত উড়ন খানি বেষ্টিত মস্তকে । মজি এই পন-পথে, এই মূর্তৃিদ্বয় দাড়ায়ে নীরবে, অধোমুপে । বৃকোদর কবিয়া দক্ষিণ করে অঙ্গুলি নির্দেশ, মদির-জড়িত কণ্ঠে বলিতে লাগিল— · “এই গুন, ওই গুন, চৌবেজি তোমার পড়িলেন রণে বুঝি ! কি করিবে দেবে ? নাহি রক্ষণ আজি কত নিষেধিনু তোরে বনের ভিতরে ভাল নহে এ রহস্ত ; নাহি স্থান, নাহি খাদ্য, ততোধিক নাহি