পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ぐ3&命 পালাবার পথ। কিন্তু মৃত্যুমুপে রোগী গিলে না ঔষধ ! হামু , কেমন প্রবৃত্তি তোর না পারি বুঝিতে। মণ্ডায় যেমন ভরে না উদর মম, রমণী-সতীত্বে তেমতি উদর তা হয় না পূরণ । বিধাতা করিত যদি দিনেক আমারে রমণীর অধিকারী ; মনের আনন্দে তবে বেচিতাম আমি, রমণী সামান্ত। মণ্ডার গণ্ডায়, লাল-মোহনে রূপসী । এ দুষ্মের মধ্যে যদি একের লাগিয়া হইতে উন্মত্ত তুমি, পারিতাম আমি বুঝিতে সে মনোভাব । কিন্তু হায় ! এই অতৃপ্ত পিপাসা কেন রমণীর তরে ? কি ছার বদনচন্দ্র মুদ্রচন্দ্র কাছে,— আগ গু মণ্ডলাকার, সুৰ্ব্বশক্রিমান, একমেবাদ্বিতীয়ম, চক্ৰ স্বদর্শন ! ত্রিদিব সঙ্গীত সেই রজত ঝননা, মরি মরি কি মধুর। তার কাছে বল কি ছার কামিনী-কণ্ঠ প্রেম-আলাপন । ন জানি বিধাতা কেন স্বজিলা জগতে নিকৃষ্ট রমণীজাতি, অনিষ্টের মূল । জগতের যত দুঃখ, তাহার কারণ ! ত না হলে হায় ! আজি অরণ্য ভিতরে মরিব আমরা কেন – ' “মরিব আমরা ! হেন শক্তি আছে কার মারিত্রে আমারে