পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । به في وي উদর আমার,-যুদ্ধ ? গৃহিণীর ডরে হয়, চাহে ফার্টিলারে | এক নখাঘাতে হিরণ্যকশিপু বধ ঘটবে আমার । এই বেল চিন্তি আমি উপায় আমার, ভূতলে বীরতা নাহি বুদ্ধির সমান ।” বলিয়া, অদূরে এক বৃক্ষের গোড়ায়, স্ত,পাকারে শুষ্ক পত্র, কাঠুরিয়াগণ । রাখিয়াছে যথা, সেই স্তপের ভিতরে নীরবে প্রবেশি প্রৌঢ়, কম্পিত অধরে (পদ্মাসনে বসি এই দুর্গের ভিতরে ) বলিল—“দোহাই বাবা ! দোহাই তোমার ! দি ও না উদ্দেশ মম ।” এমন সময়ে । ভীষণ মূৱতি এক,-রক্তযুক্ত নয়ন, মাসগ্রে হতেছে যেন অনল নির্গত, বিশাল ধমনীচয় ফাট ফাট যেন ললাটে, যুগল ভুঞ্জে, যুগল চরণে,— গরজিয়া আগন্তুক জিজ্ঞাসিলা ক্রোধে— গদাধর রণ ! তুমি ? এই কীৰ্ত্তি তব ? মোহস্ত হইয়া তুমি এ ঘোর নারী ? যাত্রী রমণীর প্রতি এই অত্যাচার । তব ?" কঁাপিতে কঁাপিতে ভীরু জ্বরাচার, —স্থির নেত্রদ্বয়, যেন সাক্ষাত শমন । । যষ্ট হ’তে নিস্কোষিয়া শাণিত কৃপাণ উঠাইল আগন্তুকে । বিহ্ব্যক্ত গতিতে প্রহরিলা ভীম যষ্টি কৃপণমুষ্টিতে ।