পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । , বীরবর, ঝনৎকারে উড়িয়া কৃপাণ পড়িল অরণ্য মাঝে করিয়া চীৎকার প্রাণভয়ে গদাধর পড়িল পশ্চাতে ; শিলা হ’তে শিলাস্তরে পড়িতে পড়িতে, - মুহূর্বে অদৃশু হ’লো পৰ্ব্বত-গহবরে । স্বগতে বলিল বীর—“গদাধর বন । যাওঁ, নাহি কলুষিব তীর্থ পুণ্যধাম, নরাধম তুমি, তব জঘন্ত শোণিতে। কিন্তু ওই করে পুনঃ ধরিবে না অসি, বীর আভরণ, তব কাপুরুষ করে । • কিন্তু কোথা—?” অতি ব্যস্তে বীর আগন্তুক ইতস্তত চারি দিক করি নিরীক্ষণ জিজ্ঞাসিলা—“আর কেহ আছ ঐ বনে ?” • “কেহ নাই,”-পত্র-স্তুপ উত্তরল ধীরে। স্বরোদেশে বীরবর ফিরায়ে নয়ন দেখিলা বিস্ময়ে এক প্রকাও উদর : শোভিতেছে পত্র মাঝে যেন কৃষ্ণতল এক কলসী মুন্দর। স্তুপের নিকটে যুবা হয়ে অগ্রসর fosfam—"a কি ! মানুষ, না শুধু পেট ?" “শুধু পেট ।”—স্তুপ উস্তুরিল পুনঃ । যুবা ঈষদ হাসিয়া কহিলা—“তুমি কে তবে ?” - “টেকি পঞ্চানন । , “টেকি পঞ্চানন । ”—যুবা হাসিল আবার । “ষ্ঠায় শাস্ত্র ব্যবসায়ী ?