পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । যুবকের অঙ্কোপরে । গলদশ্র যুব অঞ্জলি করিয়া স্নিগ্ধ নিঝর সলিল বরষিছে রমণীর ললাটে নয়নে। শোভিছে বদন যথা স্বধাসিক্ত শশী, শারদ শিশিরে সিক্ত কিংবা সরোজিনী। বহুক্ষণ পরে বামা ছাড়িলা নিশ্বাস দীর্ঘ, কুসুম-কাননে বহিল মলয়, মৃদ্ধ কঁাপিল অধর । অৰ্দ্ধস্ফুট স্বরে । কি যেন কহিলা বাম,—শুনিল। যুবক । দুরুফুরু হিয়া তার উঠিল নাচিয়া সেই স্বমধুর স্বরে—সুধা বিস্ফারণে ! এখনো মূৰ্ছিত বাম । কিছুক্ষণ পরে কি কথা কহিলা যুবা, শ্রবণে বামার শুনিল না কবি –বামা এখনো মূৰ্ছিত । দেখিতে দেখিতে কিন্তু কপিল আবার অধর যুগল ! উচ্চৈঃস্বরে "প্রাণনাথ !” পঞ্চমে উচ্ছ্বাসি, নেত্র মেলিলা রমণী । একি ! চন্দ্রশেখরের তপস্বী গায়ক ! “সকলই স্বপ্ন মম ! সকলই ভ্ৰম ” . ললিতে বলিতে বাম উঠি আচম্বিতে কৃতাঞ্জলিপুটে বলি সন্ন্যাসী সমূপে,— শিলের সম্মুখে যেন বসিয়াছে ধ্যানে মন্মথ-মোহিনী পতি-বিরহে-বিধুরা— কহিল—“প্রভো ! স্বপ্নে অভাগিনী দেখিল দেবতা কেহ আসি মর্ত্যধমে । দস্থ্যদের হস্ত হতে রক্ষিলা আমারে । ।