পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もや নবীনচন্দ্রের গ্রন্থাবলী । প্রদোষ সময়ে তুমি দেখিবে না আর, দাড়াইতে সেতুপাশে চিন্তিত অন্তরে,— নিশ্বাসে অনলকণা করিতে বিস্তার, নিরধিতে তব মূৰ্ত্তি জলের উপরে।

  • wo)& বাড়াইতে নদীস্রোত নধনধারায়, দেখিবে না ; শুনিবে না কহিতে ধাতারে,— "দীননাথ ! পতিহীন, দীন, নিরুপায়, হারেক করুণা নেত্রে দেখ অবলারে”।

woot কিংবা তরুতলে স্থির পুত্তলিকপ্রায়, # নবীন তপস্বী তব দেখিবে না আর ; কহিতে মনের ভাব জীবনসখয়, অথবা ভৰ্ত্তি—“কিবা বিধি বিধাতার ” vరిటీ কিংবা বসি তত্ব পাশে তাপিত হৃদয়ে, লিখিতে মনের ভাব, দেখিবে না আর ; চাহিতে তোমার পানে সময়ে সময়ে, ভাসিতে নয়নজলে, দেখিবে না আর । ‹)ፃ কিন্তু মিছে ভূত ভাব করিয়া স্মরণ, নিষ্ঠেজ অনল কেন করি উদ্দীপন । যা দেখেছ, যা শুনেছ, হও বিস্মরণ – ফুরাইল, যবনিকা এখানে পতন ।