পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । や堂》 ঘন ঘনাকারে বাহি পৃষ্ঠ সুললিত পড়িয়াছে শিলাসনে। অশ্র-মুক্ত-কলে, অথবা নিবিড় কৃষ্ণ অলকা কুন্তলে, ঈষদ প্রফুল্ল মুখে, কনক উরসে, নীলাভ নয়নে, নীল কোধিক বসনে, বিকাশে মমর জ্যোতি পশ্চিম ভাস্কর । আহ কি পবিত্র মূৰ্ত্তি ! মরি কি মুনার ! যোগিবর কেন অশ্র নয়নে তোমার ? রমণীর প্রেমানন্দে তাপস-হৃদয় ভব হইল দ্রবিত ? কিংবা দেখিতেছ আরাধ্য ঈশ্বরী তব, সম্মুখে তোমার, মূৰ্ত্তিমতী, জ্যোতিৰ্ম্ময়ী ? আর কেন তবে ? মুর কেন যোগিবর ? পূর্ণ মনোরথ । বহু প্রসারিয়া যুবা উন্মত্তের মত আলিঙ্গিয় প্রেমমূৰ্ত্তি, কহিলা উচ্ছ্বাসে— “কুমুমিকে —কুসুমিকে । এই হতভাগ্য বীরেন্দ্র তোমার, তব চির-উপাসক ! - রীরেন্দ্র জীবিত –নহে জাতিভ্রষ্ট ! প্রিয়ে – তোমার বীরেন্দ্র এই হৃদয়ে তোমার ” পড়িল যুবতী, ছিন্নমূল লতা যেন, ধীরেন্দ্র গলায়,—হায় । তপস্তার ফল ! শঙ্কর । সলিল-শয্যা ত্যজ একবার ! দেখ আসি, রঙ্গমতী-নির্জন-কাননে, নিরমল কাঞ্চী-নদী-তীরে নিরজনে, , খেলিত সত্তত ধেই বালক বালিক, , একত্রে গাইত গীত, নাচিত উল্লাসে,