পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nst:R নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । একত্রে সাতার দিত কাঞ্চীর সলিলে, একত্রে উঠিত উচ্চ পৰ্ব্বত-শেখরে, . একত্রে তুলিত ফুল, বিনাইত মালা, সাজাইত পরস্পরে, কিংবা নিরজনে । একত্রে পড়িত বসি তরুর ছায়ায় স্থললিত সংস্কৃত কবিতা সুন্দর ;– শঙ্কর ৷ ‘ সলিল-শয্যা তাজে একবার i দেখ আসি আজি ওই পশ্চিম ভাস্করে সমুজ্জল শিলাকক্ষে, দেখ আসি সেই । বালক যুবক, সেই বালিকা যুবতী, আলিঙ্গিয়া পরস্পরে। যুবক গলায় শোভে স্বর্ণ ভুজহরি ; যুবক উরসে হাসে বিকশিত পূর্ণ বদন চঞ্জিমা । যুবক স্বভূজ পাশে নব যুবতীরে ব ধিয়া হৃদয়ে,-রাখি বঙ্কিম গ্ৰীৰাম । অরক্ত কপোল চারু যুবতী ললাটে— ত্রিদিব দর্পণে মরি –গণিছে নীরবে হৃদয়-তরঙ্গ যেন, প্রেমে উচ্ছলিত । আনন্দ মূৰ্বতি দুই ! যুগল বদনে ভাসিছে আনন্দ রাশি পশ্চিম তপনে, ঝরিছে নয়নপথে সলিল ধারায় । নীরব পৰ্ব্বত-কক্ষ । তরুরাজি শির হইয়াছে স্বর্ণময় মুছল কিরণে । কেবল নিঝর জল তর তর স্বরে নামিতেছে ; ভর তরে যেতেছে সরিষা, . রৰিকরে সমুজ্জ্বল. তরল, চঞ্চল ।