পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । । 3x లి নীরবে—আপন ভাবে আপনি বিভোর – বসিয়া যুগল রূপ! অনিশ্বাসে, মরি, ভূতলে স্বর্গের মুখ দেখিছে নয়নে। বীরেন্দ্ৰ ! ভূতলে আজি, মানবমণ্ডলে । তুমি স্বর্থী ! নিশাময়ী জীবনে তোমার আজি একদিন । আজি, সুখী তুমি ভবে ! অস্ত-মুখ দিনমণি হেন মুখ মার দেপি নাই, দেখিবে না মানব-জীবনে ।

চতুর্থ সৰ্গ । স্বাক্ষমতী বনে • গুচারু হাসিনী উষা, প্রসারিয়া কর জবলম্বি গিরিশৃঙ্গ রঙ্গমতী বনে, উঠিছে আকাশ পথে । সে কর পর্বশে শৃঙ্গ হতে অন্ধকার পড়িছে খসিয়া পৰ্ব্বত-গহবরে ধীরে, উঠিছে ভাসিয়া কননের মুখামল শোভা মনোহর । প্রকৃতি মেলিছে অ খি, প্রভাত অনিলে শুনি মুখময়ী উষা প্রেম সম্ভাবণ কোমল অঙ্কট স্বনে পত্রের মর্শ্বরে। এখনো কুলায় বসি, প্রভাত কাবলী গাইছে বিহঙ্গচয়—বন বৈতালিক । ।