পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । t;G ময়ুর পেখম খুলি বসিয়াছে ডালে বিকালি বিচিত্র শোভা বালার্ক-কিরণে,— পাদপ মেলিয়া যেন সহস্র নয়ন দেখিতেছে নবেদিত ভাকু মনোহর— সুন্দর সিন্দুর ফোট) প্রকৃতি উষার । শ্বেত, কৃষ্ণ, পুচ্ছমালা স্তবকে স্তবুকে দেখাইয়া মুহুর্মুহুঃ উড়িছে ‘রিশাল জ্ঞ বৃক্ষে বৃক্ষে ; বনে বনে, কুরঙ্গ, শশক, ছুটিছে নক্ষত্র বেগে প্রভাত উল্লাসে । ডাকিতেছে স্থানে স্থানে কানন-কুকুট রহিয়া রহিয়া, করি গিরি-উপত্যক প্রতিধ্বনিময় । কভু বন বিলোড়িয়া শুনা যায় দূর-বনে মাতঙ্গ-গর্জন,— ভূতলে জীমূত-মন্দ্র ; কখন বা দুরে ব্যান্ত্রের জন্ত৭, ঘোর ঘর্ঘর ভীষণ যেন মৃত্যু কণ্ঠধ্বনি, রদন-ঘর্ষণ ! সম্মুখে দেখিলা যুদ্ৰা, পৰ্ব্বত-গহবরে সুন্দর সলিল খণ্ড, শূন্ত অবয়ব,-- স্বভাৰ সরসী –উচ্চ পৰ্ব্বতে বেষ্টিত । # পাষাণ-শরীরী বন রেখেছে লুকায়ে তরল হৃদয় যেন,--"নিৰ্ম্মলা” রূপিণী ৷ ছয় ঋতু চারু মূৰ্ত্তি বিরাজিত হেথ। । নিৰ্ম্মিত তড়াগ পাশ্ব কঠিন শিলায় . শোভে স্বচ্ছ বারি-তলে বালুকার স্তর, • বনপক্ষী বিশেষ ।