পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ł obo' নবীনচন্দ্রের প্রস্থাবলী । তস্করের মত তুই, ভীরু কাপুরুষ । এই লও প্রতিফল,”-উঠাইল আসি । কটাক্ষে ফলক পাতি লইলা আঘাত বীরেন্দ্র,—প্রস্তর খণ্ডে গিরীন্দ্র যেমতি লইলা পাতিয়া ৰঞ্জ । দুই পদ সরি বলিলা বীরেন্দ্ৰ—“দস্থ্য ! চাহ যদি রণ, পুরাইব সাধ তব ; কিন্তু ব্রাহ্মণের পবিত্র শোণিতে সিক্ত ওই দূৰ্ব্বাদল, না দিব তোমায় সদ্য কলুষিতে তব মেচ্ছ পরশনে । ওই ক্ষুদ্র সমতল আছে কাছে রঙ্গ-ভূমি চল পাবে রণ,— আপন সমাধিক্ষেত্রে হও অগ্রসর !" “মেচ্ছ —কি বলিলি ভীরু অন্নপ্রাণি । ’ আমার সমাধিক্ষেত্র ?”—সরোষে উত্তরি আক্রমিল পরাক্রমে । লম্ফে লম্ফে, যুবা অসামান্য শিক্ষাবলে কছু জানু পাতি ভূমিতলে, কভু শূন্তে উঠি, কন্তু দ্রুত চৰ্ম্ম সঞ্চালনে, একে একে নিবারিলা দক্ষ্যর প্রহার, প্রতি প্ৰহারে নিরত আপনি,—অন্তরে দম্য মানিল বিস্ময়, জানিল বালক ক্রীড়া নহে এই রণ { অ'থির পলকে যুব এক পার্শ্বে সরি দাড়াইল রাধি পৃষ্ঠ পৰ্ব্বতের গায়ে । পিধানে রাখিয়া আসি, আস্ফালিয়া জুজ, আচ্ছাদি’ ফলকে বক্ষ, দৃঢ় বাম করে, কহিল। হাসিয়া—“দক্ষ্য । বুঝিলা পরীক্ষা, .