পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ఆ ఆమె বুঝিলা কিঞ্চিৎ মম সমর-কৌশল । শক্তির প্রমাণ চাহ{ষদি, দেখ ওই ছিন্ন ব্যাস্ত্র ভয়ঙ্কর পড়িয়া ভূতলে । ক্ষান্ত দাও প্রাণ লয়ে যাও ফিরে ঘরে । একে রণমূখ তুমি, জাতিতে তস্কর অষ্ঠতরে ; তব সনে রণ নাহি ইচ্ছে আৰ্য্যেন্ত্ৰ তনয়—বীর-প্রস্থতি প্রস্থন । অবলা, অবলী মূখ, অবধ্য সমরে । অস্ত্র-শিক্ষণ আরো যদি দেখিতে বাসনা, ধর অসি !—ধরিব না অামি । পরশিতে অঙ্গ মম, কর প্রাণপণ অপবিত্র তব করবালে-হত্যা-রক্তে কলঙ্কিত স্নেচ্ছের কৃপাণ ।” 蠟 উচ্চ হাসি হাসি দস্থ্য কহিল কৌতুক কণ্ঠে—“সাব্যস্ ! পাবাস ! নিরস্ত্র যুঝিবি আজি অস্ত্রধারী বীর সহ,—মুখোচিত পণ ! হীন বঙ্গবাসী তুই, ৰীৰ্য্যে বামধেম অন্তঃপুর ছৰ্গ তোর ; চৰ্ম্ম, বৰ্ম্ম তোর অঙ্গনা অঞ্চল : , তুই কেন পারিবি রে ধরিতে সমরে বীর-জাভরণ আসি ? বুদ্ধিজীবী তুই রাথিলি পিধানে অসি, গুরুভারে তার কামিনী-কোমল কর হইবে ব্যথিত । কিন্তু মূঢ় জানিস কি কার সনে তোর এ চাতুরী ? শুন তবে কম্পিত হৃদয়ে নাম মম বেঞ্জামিন, পূৰ্ব্ব-বঙ্গ-ত্রাস ঃ