পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ان هاني নবীনচন্দ্রের গ্রন্থাবলী । বীরত্বে যাহার সিন্ধু বিধুনিত ; বন, ভূধর কম্পিত ; ভয়ে ষার, পিতৃগণ তোর লুকাইল এই পৰ্ব্বত-গহবরে, কেশরীর ত্রাসে যেন সশঙ্ক শশক ; যার ভুজৰলে ওই খৃষ্টীয় কেতন উড়িছে চট্টল * দুর্গে, ৰিজিত সমরে ; পিতা তোৰু পলাতক ভয়েতে যাহাঁর ।” “চিনিলাম”—ক্রোধে যুৰা করিলা উত্তর“তুমি সেই বারিচর সমুদ্র তস্কর ৷ ” তোমার বীরত্ব চুরি ; হত্যা ব্যবসায় সম্মুখ সমরে তুমি নও অগ্রসর । নিরীহ নিদ্রিতে যথা দংশে কাল ফণী, কিংবা ব্যাস্ত্র অসতর্ক আক্রমে পথিকে, তেমতি তস্কর তুমি কর আক্রমণ বণিক বারিধি গর্ভে, গৃহাশ্রমী গ্রামে । কত গ্রাম, কত গঞ্জ, মুন্দর নগর, বিনষ্ট তোমার দক্ষ-অসিতে, অনলে ; আরক্ত সুনীল সিন্ধু বণিক-শোণিতে । নিশীথে চোরের মত প্রবেশি চট্টলে করিয়াছ আরক্ষিত দুর্গ অধিকার দস্থ্যত্বে—বীরত্ব কথা আনিও না মুখে । কিন্তু প্ৰায়শ্চিত্ত কাল আজি উপস্থিত, পাৰে আজি প্রতিফল বীরত্বের তব ব্ৰহ্ম-হত্যকারী ওই বীর ব্যাস্ত্র মত ।

  • চট্টগ্রামের পৌরাণিক নাম ।