পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । । . وايa،9 ছুটিল অনল-স্রোত শিরায় শিরায় : নব শক্তি আৰিভূত হইল শরীরে। কিন্তু পৰ্ব্বতের চূড়া চাপিয়াছে বুকে, । কি করিবে হতভাগ্য ! করের কৃপাণ পড়েছে থপিয়া দূরে ভীম নিপতনে । লরেন্দ্র, বীরেন্দ্র, হায় । কি ভাবিছ যুবা ? কুমুমিক-মুখ ? হায় ! ওই দেখ, ওই নামতেছে তীক্ষ ছুরী হৃদয়ে তৈামার সম্বর সম্বর যুবা । - - বীরেন্দ্রের বুকে ছুরিকাগু ৰীতবেগে নামিল, পড়িল দস্থা ঢলিয়া ভূতলে ছাড়িয়া চীৎকার, তীব্র বিষধরে যেন করিল দংশন ! . কটাক্ষে বীরেন্দ্র, অন্ত শাণিত ছুরিকা দক্ষ্য কটিবন্ধ হতে লয়ে দ্রুত করে, আঘাত করিয়াছিলা পর্তুগীস বুকে ভীমবলে, সে প্রহারে পড়িল ভূতলে দক্ষাপতি, শৃঙ্গধর-শৃঙ্গ যেন ভীম বজ্রাঘাতে। মূৰ্ছাগত দম্পতি ; বসি বক্ষেপরে যুৱ\–যেন কৃষ্ণাঙ্গার-স্তুপে দেব বৈশ্বানর-নিরস্ত্র করিলা দক্ষ্য । কিছুপরে বেঞ্জামিন পাইলে সম্বিত, বলিল বীরেন্দ্ৰ—যাগ প্রাণ ভিক্ষ, পাপি * -প্রাণ ভিক্ষ তুই ভীরু বাঙ্গালীর কাছে । প্রাণীস্তে প্রার্থনা নাহি করে পর্তুগীস”-- উত্তরল দস্থ্যরাজ, গৰ্জিল শার্দুল