পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مواجهونه নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পশি তব পিতৃহূর্গে তস্করের মত কত অত্যাচার পাপী, বলিব কেমনে, করিল নিশীথ রণে। আশৈশব আমি না শিখিমু অস্ত্র শিক্ষা, ছিনু লুকাইয়া ভয়ে কোণে, তবু দুষ্ট ধরিয়া আমারে ' করিল যে অপমান, বলিতে না পারি। চাহিল কাটিতে শির, শেষে ভীরু বলি দিল মেরে পেদাইয়া দুর্গের বাহিরে । না জানিমু কি ঘটিল জ্যেষ্ঠ সহোদরে, কত খুজিলাম তীরে, কত কঁাদিলাম”— বলিতে বলিতে নেত্র মুছিল আবার । স্বদীর্ঘ নিশ্বাস ছাড়ি, অবসরে যুব জিজ্ঞাসিল,—“কহ তাত শুভ সমাচার ” আরম্ভিল পুনঃ প্রৌঢ়—“জনক তোমার শুনিলাম আসিছেন সসৈন্সে আবার— বীরকুলৰ্ষভ ভ্রাতা -উদ্ধারিতে বলে নিজ রাজ্য বিনাশিয়া মগ পৰ্বীপ রাহুগ্ৰীসমুক্ত চন্দ্র করিতে আবার ! আপনি সায়েস্ত। খা শুনিলাম আরে, আসিছেন রণ রঙ্গে বীর বঙ্গাধিপ। ইচ্ছা করে যাই নিজে সত্ত্বপণ করে সাধিতে ভ্রাতার কার্য্য, কিন্তু মনস্তাপ না শিথিলু যুদ্ধ, খেদ রহিল অস্তরে। এ বীর্য্য প্রবাহে মিশে যদি বৎস ভব। বীরত্বের শ্ৰোত, ক্ষুদ্র ভূণরাশি মত, . নিশ্চয় অরাতিগণ যাইবে ভাসিয়া” } -r ४