পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ۹۹ رای

  • উত্তম মন্ত্রণ পিত,”—উত্তরিলা যুব স্থির উদ্ধ নেত্ৰে চাহি প্রপাতের পানে,— *যবন সাপক্ষে কিন্তু ধরিতে কৃপাণ নুহি সাধ; রণ-গুরু শিবঞ্জীর কাছে ভারত উদ্ধার ব্রতে আর্য অরিগণে কেবল নাশিতে পিতঃ করিয়াছি পণ ”

“আৰ্য-অরি নহে কি হে মগ পর্তুগীস ? ষবন সাপক্ষে নহে, জনকের তরে ধরিত্বে কি ক্ষতি আসি ? তব জনকের সহায়, সারথি মাত্র ধবন এ রণে । উদ্ধারিতে পিতৃরাজ্য, বসাইতে পুনঃ, চট্টলের সিংহাসনে অব পিতৃদেবে ধর যদি আসি, বৎস, বুঝিতে না পারি, কেমনে প্রতিজ্ঞা তব হইবে ফিল ! ভারত উদ্ধার, বৎস —ভারত উদ্ধার নহে বালকের ক্রীড়া ! আজিও যবন বিন্ধ্য হতে হিমাচল শাসিছে বিক্রমে, সিন্ধু ব্ৰহ্মপুত্র বহে পদ-চিহ্ন ধরি । এ শক্তি টলিবে কি হে তর্জনী হেলনে ? উড়িবে,কি হিমাচল পতঙ্গ নিশ্বাসে ? উড়ে যদি ; আসে যদি সৈন্সের তরঙ্গ শিৰঞ্জীর বঙ্গদেশে, অৰ্দ্ধেক ভারত প্লাবি পরাক্রমে ; এক অসহায় তুমি,— তোমা হতে কি সাহায্য হইবে তাহার ? পক্ষপ্তরে, পিতৃরাজ্য করিতে উদ্ধার পার যদি ; শিবঙ্গীর রণ-ভেরী যবে