পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী।

  • চিনিয়াছে ওই শির বীর বেঞ্জামিন ।

অপমান, রাজ্য-লিপ্তা, করিয়াছে ঘোর উন্মত্ত তস্কর। পথ নিশ্চয় এবার হইল কণ্টকশুন্ত , শৈশব হইতে কত যত্ন, ষড়যন্ত্র হয়েছে নিষ্ফল ! বিমাতায় শশীভূত করিয়া কৌশলে জালাইকু সপত্নীর কলহ-অনল । না পারি সহিতে, বনে গর্ভিণী জননী পশিল নিশীথে, কিন্তু না মরিয়া রনে হিংস্র-জন্তু-মুখে, পুত্র করিল প্রসব । না জানিমু হয় ! এই রহস্ত সংবাদ, নারিমু অস্কুরে শত্রু করিতে নিপাত। কিছু দিন স্তরে, আশা ভাবিনু সফল, কাশী-প্রয়াসিনী মাতা আসিতু রাথিয়া শমন-মন্দিরে ; কত যত্ন করিলাম বধিতে শাবক গুপ্ত বিষ দানে, কিন্তু রমণীহৃদয় হায় ! বুঝিতে ন পারি,— হইল বিমাতা মনে দয়ার সঞ্চার । দেখিলাম অন্ধকার, বিশ্বাস-ঘাতিনী পাপীয়সী হলাহলে হইল নীরব । তার পরে কত চেষ্ট ! পাপিষ্ঠ শঙ্কর না জানি কি দৈব শক্তি আছিল তাহার, বিফল করিল সব । অবশেষে বিধি হইলেন অনুকুল । কণ্টক যুগল নিরুদেশ দাক্ষিণাতে,—পাইয়া স্থযোগ রটাইল্প, জাতিভ্রষ্ট, নিহত সমরে ।