পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ש9ץ" & পত্নী-পুত্ৰ-শোকে ভ্রাতা ভাবিকু নিশ্চয় ত্যজিবেন বৃদ্ধ কায়া, পাইব অচিরে চট্টলের রাজ্যভার । কিন্তু হরিবোল, স্থাড়িঙ্গ না প্রাণ-পখী সে জীর্ণ পিঞ্জর কটাইনু এই “কিন্তু”—সহজে নিরাশ নহেন মকট রায়—যড়যন্ত্র করি । ঘোর শিব চতুর্দশী তমিশ্র নিশীথে, মাদকে মোহিত যবে প্রহরীনিচয় মহোৎসবে, অলক্ষিতে গুপ্ত-দ্বার খুলি আনিলাম দস্থ্য-শ্রোত দুর্গের ভিতরে । গেলেন আসিয়া ভ্রাতা । বিশ্বাসঘাতক বেঞ্জামিন নাহি দিল তথাপি আমারে সিংহাসন। জুরাচার রণাস্তে,যখন হইল মূৰ্ছিত আজি, বড় ইচ্ছিলাম এক পদাঘাতে, মৃৎ-কলসীর মত, বিচূর্ণ করিতে শির, না পারিনু ভয়ে ভাবিয়া মহিষাক্ষর মুরতি অস্তরে । *আশা-ইন্দ্ৰধনু মম মিশিল অম্বরে, ডুবিল সুবর্ণ ঘট—রাজত্ব স্বপন— অতল সাগরে,-পুন: কাণা চকে কুটা, ভ্রাতুষ্পভ্র-রূপী কাল ফিরিল আলয়ে ; ধীরমূৰ্ত্তি দেখি ভয়ে কঁপিল হৃদয় । শুনে যদি দীর্ঘ কীৰ্ত্তি-কলাপ আমার, পিতৃ-নিৰ্ব্বাসন-হেতু,.ভাবিলাম মনে, তবে ভবলীলা সাঙ্গ হইবে আমার । কহিলাম বেঞ্জামিনে, সত্বরে আসিয়া 參