পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । তোর মন্ত্রপায় জুলি এসেছিনু আমি বধিতে, বীরেন্দ্রে ? হাসি পায় —পরাইতে তুই মঙ্কটের গলে মুকুতার হার ! ন জানিলি ওরে মূর্খ কি ঈর্ষা-অনল প্ৰজলিত এ হৃদয়ে ! কিছু দিন আগে' এসেছিনু এই বনে মৃগয়ার ছলে" পরীক্ষিতে অলক্ষিতে, পাৰ্ব্বত্য অঞ্চল ধরিবে কি অস্ত্র এই আসন্ন আহবে । দেখিলাম কুমুমিকা, দেবের দুর্লভ কানন কুসুমমালা, উজ্জ্বলি কানন, বসি কক্ষ-বাতায়নে যোগিনীর মত, উদাসীন-নেত্ৰে চাহি সায়াহ-গগনে,— একটা তারকা যেন চারু সন্ধ্যাকোলে । ' সেই দিন কি অনল শমির হৃদয়ে জলিল, হতেছে ক্ৰমে দুৰ্ব্বল শরীর। যেতেছে বহিয়া শক্তি-স্রোত, স্রোতস্বতী ভ tটায় যেমতি । তাই আজি পৰ্ত্ত গীস পরাভূত বঙ্গবাসী-করে। সেই দিন ভাবিলাম এই বনে সসৈন্তে আসিয়া হরিব রমণী-রত্ন । ফিরিয়া চট্টলে হ’ল শিরে বজ্ৰাঘাত, শুনিম্ন আতঙ্কে, প্রবাহে নবাব-সৈঙ্গ আসিছে দক্ষিণে । শুনিলাম সেই সঙ্গে মক্কটের মুখে, কুমূমিকা চিত্ত-চোর, মুকুট-তনয় বীরেজ, বীরেশ যুব, প্রত্যাগত দেশে ; আক্ৰমিবে পৃষ্ঠ মম জীষণ ৰিক্রমে।