পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । J9ఫి 8 দেখিল ; শুনিলা কর্ণে মৃগেন্দ্র গর্জন, শিবের বিষাণ, মহা প্রলয়-নিৰ্ঘোষ । দেখিল মুকুট রায় দেখিল বিস্ময়ে শত শত শারদীয় চন্দ্রর চন্দ্রিক ছড়াইছে জননীর বদন চন্দ্রিমা,— · দেবীরাধা নরচিস্ত্য । সেই চন্দ্রালোকে হাসি মহিমার হাসি, স্থপ্রসন্ন-মুখী, করিয়া জ্যোৎস্নালোকে জ্যোৎস্না সঞ্চার, কহিলা—“মুকুট রায় । কাঞ্চীর গরভে, গিরি-জিহবা-অগ্রভাগে, পাইবে আমারে * A প্রভাতে।” মিশিল মূৰ্ত্তি স্বচ্ছ জ্যোৎস্নায় , মিশিল জ্যোৎস্না ক্রমে নিশীথ তমসে, সাগর-সলিলে যথা, যবে নিশানাথ যান অস্ত পৌর্ণমাসী রজনী প্রভাতে । প্রত্যুষে মুকুট রায় মহা আড়ম্বরে পূজিয়া পাৰ্ব্বতী সেই সাঙ্কেতিক,স্থলে, বহু বলিদানে রঞ্জি কাঞ্চীর সলিল । বিলেড়িল নদী-গর্ভ , কত শত জালে শৈবাল, কর্দম রাশি উঠাইলা তীরে, কিন্তু কই দেবমূৰ্ত্তি ? শঙ্কুক, মৎস্ত, ক্ষুদ্র জলজীব ক্রমে আসিল উঠিয়া,— কিন্তু কই দেবমূৰ্ত্তি ? ক্রমে সব যত্ন হইলে বিফল ; বসি ভগন হৃদয়ে । নদীতীরে মহাধ্যানে লাগিলা কঁাদিভে , হেন কালে “নর বলি" হলো দৈববাণী ; শিহরিল শ্রোতৃগণ ! ভীমাজ্ঞা হইলে ఫ్రీts