পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* с о মবীনচন্দ্রের এস্থাবলী । শৈশবে এ অনাথায় ত্যজিলেন পিতা,-- বড় আদরের ধন ছিলম তাহার শুনিয়াছি, পতিশোমে জননী আমার অন্ধ-উন্মাদিনী ; আমি অভাগিনী, হয়, অনাথিনী কুরঙ্গিণী শাবকের মত, - “ পড়ি কিরাতরূপী মাতুলের করে । অামারে সুপেত্র করে করিলে অৰ্পণ পিতার ঐশ্বৰ্য্য চু্যত হইবে মাতুল,— সেই হেতু এত বিঘ্ন, এত উৎপীড়ন । শুনিলাম কল্য শুভ বিবাহ আমার,— পাগলিনী মাতা মম আনিনো বিহবল,— হইয়াছে পত্র স্থির ;’—ঈষদ হাসিয়া নীরবিল বাম । স্তব্ধ বৃদ্ধ তপস্বিনী,* লক্ষ্যহীন স্থিরদৃষ্টি —নীরব ছজন । কিছুক্ষণ পরে বামা আরম্ভিলা পুনঃ– -নাহি হইভ ম যদি ঐশ্বৰ্য্য আকর, বিদীর্ণ হ’ত না আজি হৃদয় আমার । কিন্তু পিতৃ-ধনে মম নাহি আকিঞ্চন ; জগতের যত রত্ন, যত সুখ, আশা, সকলি চরণে ঠেলি, পাই যদি দেবি, আমার হৃদয়-রত্ন, হৃদয়ে আমার । এমন ছন্তর স্থান নাহি এই বনে, যথা নাহি কুন্ত্রমিক ভূঞ্জিবে ত্রিদিব সেই রত্ন লয়ে বুকে । বন-নিঝরিণী আছে বহু এই বনে জুড়াইতে তৃষা, আছে তরু অগণন পুরাইতে ক্ষুধা,