পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০২ সবীনচন্দ্রের গ্রন্থাবলী । “কি করিব ধনে ? বন রাজ্য প্রকৃতির } অনন্ত ভাণ্ডার । দেখ কত রত্নরাশি ফলিতেছে, ফুটিতেৱেঁ, ঝরিতেছে বনে ; বহিছে নিঝর-শ্রেষ্ঠ, চালিছে প্রপাত অজস্র ধারায় । শুন ওই ক্ষুদ্র তামু, বকুলের ডালে ডালে নাচিয় নচিয়া, দিতেছে মধুরে, মরি, কি মুখের তান বুহিয়া, রহিয়া,—আছে কি রত্ন তাহার ? কোন রত্ন লভি, নিদ্রা যায় কুলুঙ্গিণী তরুর ছায়ায় স্থগে ? চন্দ্র ক প্রসারি নাচে মুখে শিধী নীল কাঞ্চীর সলিলে ? করে ক্রীড়া সুখে, ওই সায়হ্নি-ছায়tয়, রজত-নক্ষত্র-নিভ চঞ্চল সফরী ? কেবল মানব-মুখ অর্থের অধীন ? না, না, ভগৰতি ! নাহি চাহুি অর্থ আমি ; 護 সংসারে সর্ব,ৰ্থ দেবি, বীরেন্দ্র আমার ! “ষে দিন বীরেন্দ্র মম গেলা বারাণসী,— আজি দুই বর্ষ দেবি, দুই যুগ যেন কুস্থমিক জীবনের,-সেই দিন হতে তপস্বিনী অামি এই সংসার আশ্রমে,— কুম্ম স্তবকে যেন বিশুষ্ক কুমুম,-- বীরেন্দ্রের ভালবাসা তপস্থা আমার । প্রভাতে উঠিয় দেবি, প্রবেশি-উদ্যানে উষা সহ, তুলি সদ্য-প্রস্থত প্রস্থন স্ববাসিত শিশিরাক্ত, গাথি ফুলমাল। জননীর পুস্পপাত্রে রাখি সাজাইয়া ।