পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ৭০৩ ভগবতি ! গাঁথিতে সে কুমুমের হার, পুষ্পে পুষ্পে ঝরে মম নয়নের জল । এই রূপে দুই বর্ষ * অশ্র-জলে, পূজিলাম দয়াময়ী ছায় রে । তথাপি মুLহ’ল মায়ের দয়া অভাগিনী প্রতি ” দশভূজা পানে চাহি সজল নয়নে বলিতে লাগিলা—“দেবি ! এত "অশ্র-জলে ভিজিল না পাষাণীর পাষাণ হৃদয় । ক্ষুদ্রতম বনফুল পায় ষেই স্থান মায়ের চরণে, নাহি দিলা মাত এই ক্ষুদ্র বালিকারে । এইরূপে নাহি বধি,— দিন দিন, বিন্দু বিন্দু, হৃদয়-শোণিত ন শুধি,-মাতুল যদি দিত বলিদান মায়ের চরণে !”—শুনি নর-পদ-শব্দ মন্দির সোপানে বাম হুমকি দেখিল দুইটা মানব মূৰ্ত্তি—উপস্থিত দ্বারে । “কহ বিপ্রদাস " অতি ব্যস্তে তপস্বিনী জিজ্ঞাসিলা অগস্তুকে--*কহ বৎস ত্বর – ব্যুন দেবতাগণ কুস্কমচন্দন তোমার বদনে,—কহ কুশল সংবাদ ! কোথায় পাইলে তুমি বীরেন্দ্র দর্শন কেমনে আপিলা পত্র ? ভাল ত আছেন তিনি কহ ত্বরা শুনি কুশল তাহার । আমার পত্রের বৎস দিলা কি উত্তর ? আসিলা কি তা সঙ্গে ? আছেন কি তিনি দাড়ায়ে বাহিরে ?* গ্ৰীবা হেলাইয় দেখি