পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নির্জন প্রাঙ্গণ, পুনঃ নিরাশ মলিন মুখে জিজ্ঞাসিলা ধীরে।—“কেন না আসিল ? আসিছেন বুঝি বৎস পশ্চাতে তোমার ? হয়েছে কি যুদ্ধ শেষ? কি সংবাদ বল ? আবার কি হিন্দুরাজ্য হইবে স্থাপিত, এ বিশাল বনভূমে ? অবগু হইবে,”— চাহি দশভুজ পনে কহিলা উচ্ছ্বাসে—

  • কে তব প্রতিভা, মতঃ, লাঘবিতে পারে, দানব-দলনী তুমি কহু বংস কহ, কেমনে হইল রণ ? সে মহা মাহবে বীরেন্দ্র কি পশেছিলা নিৰ্ভয়ে একক আশঙ্কায় কঁপে বুক, কহ ত্বরা করি, এ ভার হৃদয় হতে যাউক নামিয়া ?’s

যোগিনীর পদধূলি করিয়া গ্রহণ উত্তরিলা'বিপ্রদাস-সুন্দর বনের কানন-কালীর সেইবিপ্র অধিকারী । $ "ভগবতি । আমি বনের ব্রাহ্মণ, কেমনে কহিব সে রণ কথা ? যুদ্ধ-বৃগু নহে নিবিড় কানন, ধোদ্ধা নহে, দেবি, বনের লতা । সেই ভয়ঙ্কর অনল সমর, ছই মহাদ্বন্দ্বী প্রচণ্ডfনল, অসংখ্য অসির সে ক্রীড়া, কেমনে সজল রসনা চিত্রিৰে বল ?