পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । &

  • কর্ণে চক্ষে যাহা শুনেছি, দেখেছি,

শ্ৰবণে নয়নে, লাীিয়া আছে ; ষাটি বর্ষ মম, ལཱ་བྷོ་ཏི་། རྒྱལཱ་ཨཱི, শিরায় শিরায়, শোণিত নাচে । উৰ্ত্তরে মোগল হাজারে হাজার, চন্দ্রাদ্ধ-কেতন শূন্তেতে হেলে । , দক্ষিণে কেতন হাজারে হাজার বৌদ্ধ ফিরিঙ্গির মিশিয়া খেলে ।

"মধ্যে ফেনী নদী রজতের ফণী । সভয়ে স ভয়ে বহিয়া যায়, উভয় পক্ষের শিবিরের ছবি নিরপেক্ষ ভাবে মাখিয়া গায় । পশ্চিম-জলধি-গৰ্ভেতে তপন । বসি রক্তজবা কুক্ষমাসনে, নিরখিছে দুই সংহারক ছবি, নিরপেক্ষ ভাবে অচল মনে। 领 -উভয়ের পাশ্বে, বঙ্গ-সিন্ধু-নীরে, ভাসে উভয়ের সমর-তরী ; পল্লববিহীৰ দুইট কানন, সিন্ধুগর্ভে যেন ভাসিছে মরি । শুনেছি, এমন সময়ে একক অশ্বারোহী এক, নক্ষত্রবেগে, ৭০৫