পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ৭২৭ অনন্ত কালের তরে, হৃদয় শোণিত, বহে এইরূপে, দহে হৃদয় সহিত ।” ছাড়ি সিংহনাদ এই তরুমূল হ’তে ছোটে যোদ্ধদল যেন পৰ্ব্বত-প্রবাহ, অরতি উদ্দেশে । ফিরি রণাস্তে আবার, এরূপু যজ্ঞান্তে উষ্ণ মৃগের শোণিতে এই তরুমূলে সন্ধি হয় প্রতিশ্রুত । আজি সেই তরুতলে যুগল পথিক, পথ-ক্লাস্ত, বিকলাঙ্গ । মধ্যtহ্ন তপন তরল অনল রূপে গেছে মিশাইর। আকাশের সনে, যেন প্রকাও কটাহ পালটি ঢালিছে কেহ তরলগ্নি রাশি, দহিতে বমুধ । “আহে। কিবা স্বশীতল”— বলিলা বীরেন্দ্র-“আহেঃ ! কিবা সুশীতল এই তরু-মূল, এই শেখর সমীর । কি অমৃত দগ্ধ দেহে দিতেছে ঢালিয়া । শঙ্কর । বরেক দেখ, মরি, কি সুন্দর প্রকৃতির ক্রীড়া-ভূমি ! কিবা ছবি বল মানবের নাট্যশালা"ইহার তুলনে । একটা রাজ্যের উপকরণ সুন্দর রয়েছে পড়িয়৷ ” যুবা রহিলা চাহিয়া বহুক্ষণ স্থির-নেত্ৰে , শৈল প্রকৃতির লুইতেছে ছায়া-চিত্র মানসের পটে নীরবে তুলিয়া যেন । “ওই শৃঙ্গোপরি ধরিবে কি চারু শোভা উচ্চ দেবালয়, বিদারি জীমুড় রাজ্য পবিত্র ত্ৰিশূলে ।