পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰীনচন্দ্রের গ্রন্থাবলী । পূরব অচল শিরে, দিব আবাহন সেই বীর বৈশ্বানরে । দুই মহানল আলিঙ্গিয়া পরস্পরে নিবিবে যখন, বঙ্গের যবন রাজ্য হইবে স্বপন । সেই দিন—সেই দিন বলিও শঙ্কর !— এইখানে রাজধানী করিতে স্থাপন । কিন্তু সেই মহাব্রত কবে সমাপন ' হবে বল ? হইবে কি ?—অবশু হইবে । হইবে না ? নাহি জানি কত দিন হ’তে, এই অমঙ্গল ছায়া হৃদয়ে সঞ্চার . হইল কেমনে । কত চাহি ভাসাইতে, কিন্তু ভগ্ন তরী মত নিরাশী-সাগরে ক্রমে ক্রমে এ হৃদয় যেতেছে ডুবিয়া ! কি দুৰ্ব্বার অবস্থার স্রোত ভয়ঙ্কর; কি গতি অপ্রতিহত, বুঝিতে না পারি । আশৈশব বক্ষ পাতি বীরের মতন যুঝিলাম ; নারিলাম ফিরাইতে তবু ! চলেছি ভাসিয়া বেগে, ন জানি কোথায় ! ভবিষ্যত অন্ধকার । মানস আকাশে ঘোর ঘনঘটা । কোন ভীষণ রাক্ষস আসিছে গ্রাসিতে যেন হৃদয় আমার । যেই দিন সেই পত্র দিলা তুমি করে, সেই দিন হতে, বৎস, কে যেন আমার হরিয়া মানস-রাজ্য গিয়াছে রাখিয়া নিবিড় তামসরাশি। অষ্টমী নিশিতে লিখেছিল কুসুমিকা--"অষ্টমী নিশিতে