পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aళి: নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এই দীর্ঘ পথ বল চলিবে কেমনে ?” আত্ম-হারা যেন যুবা বলিল অস্ক টে, মৃদু কণ্ঠে—“উন্মত্তত —বালিকার তরে ” কালিন্দীর পানে চাহি রহিল নীরবে । চাহিয়া চাহিম যুব বলিলা—“শঙ্কর । আমার জীবন যদি মানব জীবন, ন জানি অষ্টার ইহা স্বজিয়া কি ফল । কি ফল অপির তৃণ সমুদ্রের স্রোতে ; নিক্ষেপিয়া শুষ্ক পত্র, প্রভঞ্জন আগে । আশৈশব মাতৃহীন ; মায়ের অদর, মায়ের মধুর নাম, কল্পনা তাহার, কি যে সুরধুনী ধারণ ঢালে এ হৃদয়ে বলিতে না পারি । ভাবি মনে মনে, যদি, মুহূৰ্ত্ত দেখিতে পাই জননীর মুখ,— সেই শাস্তি, সেই স্থখ, সেই পবিত্রতা, দুঃখের জীবনে হয়ে সেই দুর্গোৎসব ! সে বদন চন্দ্রের সে স্নেহ-চfন্দ্র কণয়, বারেক জুড়াতে পারি তাপিত পরীণ ! একবার মা বলিতে সেই মুখ চাহি জীবনের যত দুঃখ হৃদয় হইতে ९५ স্বাইত নামিয়া, যেন তিমিরের রাশি সুধাংশু বিভায় । সেই পবিত্র চন্দ্রি কা মুছিয়ছিলেন বিধি শৈশবে আমার । *মা মা” ডাকিতাম দশভুজায় যখন, ভাবিতাম সত্য সেই জননী আমার । নিরর্থি হীরকোজ্জল সেই ক্ষুদ্র মুখ,