পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ት¢¢ সবীনচন্দ্রের গ্রন্থাবলী । মুগ্ময় কলসী, স্বর্ণ কর-পদ্ম ভারে নিমজ্জিত গ্রীবা। চরে তীরে স্থানে স্থানে গোপাল মহিষপাল, বনপগুচয়, স্থলচর পক্ষী নানা । স্থানে স্থানে বসি বিশাল তরুর মূলে, প্রশস্ত শাখায়, খেলিছে রাখাল শিশু ; কন্তু উচ্চ হাসি, ' কতু উচ্চ করতালি, ভাসিছে নিজনে । একটা অশোক মূলে বসি একাকিনী বুনিছে বিচিত্র বাস, রহিয়া রহিয়া গাইছে বিষাদে এক জুমিয়া রমণী। গীত । ভুলিলে কেমনে ? এত আশা, ভালবাসা, ভুলিলে কেমনে ? এই কালিন্দীর তীরে, এই কালিন্দীর নীরে, এই তরু তলে, এই নিবিড় কাননে, বসি এই শিলাতলে, এই নিঝরিণী কলে, বলেছিলে কত কথা,—ভুলিলে কেমনে ? 을 যথা ওই গিরিবর ঢালিতেছে নিরস্তর সরসী হৃদয়ে বারি,-ভুলিলে কেমনে ।