পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । তেমতি হৃদয়ে মম, ওই বারি-ধারা সম ঢালিলে যে প্রেমধারা প্রেম-প্রস্রবণে ? ع সেই প্রেম প্রবাহিণী আজি কুল-বিপ্লাবিনী, ' প্লালিয়া হৃদসু সর বহিছে নয়নে ; এই স্রোতস্বতী মত বুহিতেছে অবিরত অশ্রীধারণ আবিরল প্রণয় প্লাবনে । §

  • যে দেশে রয়েছ তুমি, নাহি কি আকাশ ভূমি, সে দেশে, সলিল নাহি, নাহি রবি শশী ।

আকাশে নীলিমা নাই ? ভূমে বৃক্ষ লতা নাই ? সলিলে তরল শোভা ? নিশি কণ্ঠে শশী? 登上 দিনে দিবাকর নাই ? প্রদোষ প্রভাত নাই ? : নরের হৃদয় নাই, হৃদয়েতে স্মৃতি ? থাকিলে এ দুঃখিনীরে ভাসায়ে বিস্মৃতি-নীরে, কেমনে রয়েছ ছাড়ি আশ্রিত ব্রততী ? ጫ❖ዔ