পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* রঙ্গমতী । షాలిన পড়ি এই শিলাতলে, এই নিঝরিণী কলে, বনের কুসুম কলি শুকাইবে বনে । X o ভুলিলে কেমনে এত মুশ, ভাল বাসা, ভুলিলে কেমনে ? t পাৰ্ব্বতীর পৃষ্ঠ-বাহী মুক্ত কেশরাশি পড়িয়াছে শিলাতলে ; সেই কৃষ্ণ পটে শোভিচতছে গৌরাগিণী চিত্রপিতা প্রায় ; কথন বুনিছে বাস । রহিয়া বুহিয়৷ দহি কালিন্দীর পানে, দৃষ্টি উদাসীন, a, কখন গাইছে গীত । সে স্বর-লহরী তরঙ্গে তরঙ্গে উঠি গিরির শেখরে শৈল শৃঙ্গে সুখ বধি যাইছে মিশিয়া । শেষ তানে যুবকের মনপ্রাণ যেন মজ্ঞাতে ভাসিয়া গেল শৈল সমীরণে, কিছুক্ষণ মন্ত্ৰমুগ্ধ রহিল বসিয়া । দেখি কালিন্দীর বক্ষে সৌর-কর-ক্রীড়া, সূরার ভাঙ্গিল ধান ; চমকি উঠিয়া কহিলা—” অতীত বেলা তৃতীয় প্রহর, শঙ্কর, সত্ত্বর চল " উম্মত্তের মত ছুটিলা কানন পথে—আত্মহারা গতি । উভয়ে নীরবে চলি গেলে বহুদূর বলিল বীরেন্দ্র ধীরে-“শঙ্কর, যখন আছিল স্বন্দরবনে, দেখিলা কি কভু