পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কানন-কালীর সেই পবিত্র মন্দির ? মন্দিরবাসিনী এক বৃদ্ধ তপস্বিনী ?” “বলেছি কেমনে সেই নদীর সৈকতে, বহুদূরে মৃতপ্রায় পাইয়া আমারে, ব চাইল বহু যত্নে কাঠরিয়া এক । বৃদ্ধের আবাসে আমি ছিলাম যখন, হুন্দরবনের কত বিচিত্র কাহিনী শুনিয়াছি তার মুখে শুনিয়াছিলাম কানন-কালীর কত কীৰ্ত্তি অনুপম ! কিছু দিন থাকি সেই কালীর মন্দিরে, শুনিলাম যবে, তুমি আসিয়াছ দেশে,— মনে না মানিল আর ~ অকুল পরাণ দেখিতে তোমার মুখ, আসিলাম আমি, শুনিলাম ত্রিপুরায়, রণের বীরতা । আসিলাম উদ্ধশ্বাসে ; ভীবিলাম মনে । পিতার শিবিরে তব পবি দরশন । অসিতে আসিতে পথে শুনিমু সভয়ে নৈশ-রণ-কথা, ছদ্ম-বীরের বীরতা । কেবল আমার মন কহিতে লাগিল— ‘শঙ্কর । এ ছদ্ম-বীর বীরেন্দ্র তোমার, য{ও শীঘ্ৰ, অস্ত্ৰাহত রয়েছে পড়িয়া ।” চম্পক-অরণ্য তব অfদরের স্থান জনিতাম, আসি তথা দেধিমু বিস্ময়ে, মূচ্ছিত, মোহস্ত-গৃহে রহেছ পড়িয়া ” ক্ষণেক নীরব বৃক্ক, বলিল আবার— “লইও না নাম সেই কানন-কাঙ্গীর ।