পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । ጫው » জগতের ইতিহাস হ’ত রূপান্তর ; হইত না এ সংসার কণ্টক কানন। অধোমুখে তপস্বিনী দেখি বহুক্ষণ, অবিচল নেত্রে এই প্রতিমা যুগুল, পুত্রের অবশ শির ক্রোড় হ’তে ধীরে রাগিয়া শয্যায়, ধীরে উঠিয়া দুঃখিনী দাড়াইল, বস্তৃক্ষণ রহিল চাহিয়াঅচল শরীর নেত্র, অনিশ্বাস নাসা । অকস্মাৎ অট্টহাসি উঠিলা হাসিয়া । এক গন্ধে সাপটী কক্ষের মশাল, বসাইলা দৃঢ়করে মক্কটের বুকে, বাক্ষসীর মত তারে ফেলিয়া ভূতলে । হেনকালে পাপিষ্ঠের চীৎকারের সহ, দম্বার চীৎকার ধ্বনি উঠিল ভাসিয়া . বিদরিয়া নিশীথিনী । কোলাহলময় হইল সমস্ত পুরী । ছাড়িয়া চীৎকার উন্মদিনী তপস্বিনী, শ্বাস্ফালি মশীল , ছুটিল সে কোলাহলে—একে, একে, একে জলিয়া উঠিল গৃহ, হ’ল অগ্নিময় ! বাজিল ভীষণ রণ, উলঙ্গ কৃপাণে, পর্তুগীস দস্থ্যগণ আক্রমিছে পুরী ! নাচিছে মশল করে সেই রণাঙ্গনে । উন্মদিনী তপস্বিনী। হুঙ্কারি ভীষণ জ্বলিয়া উঠিল অগ্নি ; নৈশ অন্ধকারে অবলেপি ভীম জিহ্বা ; দেব বৈশ্বানর বাহু প্রসারিয়া ক্ৰমে ছাইয়া শেখর,