পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيا عامة নবীনচন্দ্রেয় গ্রন্থাবলী । দেপ পৰ্থ সিন্ধুগর্ভে উঠিছে কেমন । পদ্মমুখী পদ্মালয়। ধীরে ধীরে ধীরে ' উঠিলা যেমতি রঞ্জি রূপের বিভায় নীলসিন্ধু, নীলাকাশ, শু্যামল ধরায় । হাসিল যেমতি সেই রূপের পরশে নারায়ণ নীল বক্ষ, হাসিতেছে দেখ উষার প্রথমালোকে সুনীল গগন, মুনীল বারিদপুঞ্জ স্তরে স্তরে স্তরেস্থির বিজলীতে যেন চিত্ত বিভাসিত । ইসিতেছে নীল সিন্ধু ;–চারু নীলিময় কেমন সে হাসি, অহা যাইছে মিশিয়া ! মধুর অস্ক টালে’কে কি দৃশু মহান , দেখ, পার্থ, ধীরে ধীরে হতেছে বিকাশনীল সিন্ধু, শ্বেত বেলা, ধূসর আকাশ দেখ সত্ত্ব রজ: তম: ত্রিগুণ কেমন আলিঙ্গিয়া পরস্পরে,—বিরাট মূরতি । সত্ত্ব বোম, রজঃ বেলা, তমঃ পারাবার ! অৰ্জুন । কি গভীর দৃশু, অহো ! অচল হৃদয়ে কি গাম্ভীৰ্য্য, পবিৱতী, দিতেছে ঢালিয়া ! সম্মুখে অসীম সিন্ধু, অৰ্দ্ধ-চন্ত্রণকারে । মিলিয়াছে মওলাৰ্দ্ধ মহাশূন্ত সনে । পশ্চাভে সসীম বেলা ; দীর্ঘ প্রাস্তম্বয় মিশিয়াছে মহাশূন্তে,-কি পৃষ্ঠ গভীর ! জগতের আদি অন্ত উভয় সমান,— আদি শূন্তে, অন্ত শূন্তে ।