পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচক্সের গ্রন্থাবলী । ভাসিছে শারদ মেঘ ; স্তরে স্তরে স্তরে শারদ তরঙ্গমালা নাচিছে সাগরে । গৰ্জ্জিছে গম্ভীরে সিন্ধু, করি দিজুগুল ফেনিল তরঙ্গভঙ্গে প্রতিধ্বনিময় । লহরে লহরে উৰ্ম্মি আসি ভক্তিভরে, শ্বেত ফেনখুষ্পাঞ্জলি করি বরিষণ, ' প্ৰণমিয়া বেদিমূল সাইছে সরিয়া ! কচিৎ সমুদ্রবাহী প্রথম অনিলে, ধানমগ্ন ঋষিদের উড়িতেছে ধীরে উত্তরীয়, উপবীত, শ্বেত শ্মশ্র রাশি । দেখ দেখ, বাস্থদেব, হঠাৎ কেমন, সমুদ্রের পূর্ব প্রান্ত উঠিল জলিয়া ! ৰাড়ব অনল একি ? কিংবা দিক দহি ? সে বহি কেমন, দেখ, লহরে লইরে ছড়াইছে সিন্ধুনীরে, ধূসর আকাশে ? একটা সিন্দুর রেখা, দেখিতে দেখিতে, মরি, মরি, কি সুন্দর উঠিল ভার্সিয়া, সেই বহিরাশিমাঝে । তরঙ্গে তরঙ্গে চৰন জাগিছেजाश निदिध्ना खणिछ : ক্রমে স্থল-স্থূলতনু-এবে বঙ্কিম । তপ্ত স্বর্ণ ধনু ধরি, স্বর্ণ শরমালা গইছে সিদ্ধ যেন বিচিত্র কৌশ7 :শোধা মেঘদলে ! দেখ এইবার কি স্বন্দর অর্ধচন্দ্র । छांदोग्न ५:४न्।