পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ఇఅవి প্রাতিপূর্ণ, শান্তিপূর্ণ, দেখিনি এমন— যেমন মহৰ্ষি ব্যাস, যোগ্য তপোবন ! কি সুন্দর শত শত বিটপী, বল্লরী, অশোক, কিংশুক, বক, চম্পক, শিরীষ, কদম্ব,-কাঞ্চন, নিস্ক,-দাড়িম্ব বকুল, পনস, বদরী, বিহু, আম, আতা, যম, ফলবাম পুষ্পবান তরু মনোহরু, অধিত্যক উপত্যক করি আচ্ছাদিত, cকই ফলে, কেহ ফুলে, পল্লবে, মুকুলে সাজায়ে শু্যামল অঙ্গ, আছে চিত্রাপিত । মরি কিবা স্বভাবের ৰিশৃঙ্খল শোভা ! প্রথম প্রহর বেলা । বাল স্বর্য্যালোকে কোথাও বিশাল বট বিটপী-ঈশ্বর, প্রসারি পল্লব-ছর আছে দাড়াইয়া, স্বজি ছায়াতলে শাখা-কক্ষ মনোহর । স্থানে স্থানে রাজমন্ত্রী অশ্বথ, তমাল, * করিছে কানন-র জ্য-মহত্ব বদ্ধন । দূরদর্শী, শীর্ণকায়, জটাজুট শির কানন-সমাজ হ’তে বহু উদ্ধে তুলি, দাড়ায়ে খর্জুর, তাল, বন-ঋষিদ্বয়, ধ্যানে অবিচল দেহ নিৰ্ব্বাক উভয় । cকবল কখন বনকুকুটের ধ্বনি, তীব্র শিখিকণ্ঠ, তীব্র কুরঙ্গনিনাদ, কন্তু ক্রীড়াসক্ত, ঋষি-শিশু কণ্ঠভাস– ছিন্ন ৰাশীর তান-প্রতিধ্বনি তুলি কি মধুৱে গিল্লি-অঙ্গে ৰাইছে উছলি । ।