পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 কৃষ্ণ ! নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কানন-বিহঙ্গ কোথা পত্রে আবরিত বরষিছে কিবা শক্তি, কি সুধা সঙ্গীত । ভারতের পুণ্যশ্ৰম, মহাতীৰ্থ সব ! ঝড়পূর্ণ জগতের শাস্তির নিবাস । সংসার সমুদ্রে তীর ; ‘আকাঙ্ক্ষণ লহরী— অনন্ত অসংখ্য,--নাহি প্রবেশে হেথায় । নাহি ফলে হেথা সুখ দুঃখ ফল । বিষয়-বাসনা বৃক্ষে ; নাহি ফুটে ফুল পাপের কণ্টকবৃন্তে চিত্তমুগ্ধকর । নাহি হেথা সুখে দুঃখ, শাস্তিতে বিষাদ, প্রেমেতে স্বার্থের ছায়া, দারিদ্র্যে দাহন । ভারতের তপোবন ! পাপ ধরাতলে স্বরগের প্রতিকৃতি । কয়টি নক্ষত্র 釁 তfধর ভারত কাশে ; জ্ঞানের আলোক ঘোর মূর্খতা আঁধারে । নীরব, নির্জন, এই তপোবন হ’তে যখন যে জ্যোতি, পার্থ, হয় বিনির্গত ; সমস্ত ভারত ঝ iপ দেয় তাহে, ক্ষুদ্র পতঙ্গের মত । ধৰ্ম্মনীতি, রাজনীতি, নীতি সমাজের, যে যে মহামন্ত্রবলে হতেছে চালিত সমস্ত ভারতবর্ষ, সকলি– সকলি— নীরব, নির্জন হেন আশ্রম প্রস্থত । ভারত সমাজদেহ ; আশ্রমনিচয় । তাহার হৃদয়যন্ত্র ; মস্তক তাহার মহর্ষি ব্যাসের এই পবিত্র আশ্রম । ওই যে সৰ্ব্বোচ্চ শৃঙ্গ দেখিছ সম্মুখে