পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুধী । রৈবতক কাব্য যাহার বিশাল বট, মরক্ত মুকুট মত, সমুদেশে সমুজ্জ্বল—সেই “যোগ-শৃঙ্গ,” সেই বট “জ্ঞানদ্রুম’ বিখ্যাত ভারতে । মহর্ষি বসিয়া তথা সীয়াহ্নে, প্রভাতে, অনন্ত সমুদ্রশোভা দেখিতে দেখিতে অনন্ত জ্ঞানের সিন্ধু করেন মন্থন । শৈলসুত "সরস্বতী” সেই শুঙ্গ হ’তে অবতরি গিরিপাশ্বে,—স্থানে স্থানে স্থানে শুনার সুলিল খও করিয়া স্বজন, ভ্ৰমিতেছে গিরিমূলে কাননছায়ায়, বহুল নিঝ রকর করিয়া গ্রহণ । আশ্রমের কি মাহাত্মা, দেখ বাসুদেব, কুরঙ্গ, শশক, মেষ, অজ, নীল গাভী, চরিতেছে স্থানে স্থানে নিৰ্ভয় হৃদয় । নির্ভয়হৃদয়ে দেখ চরিছে কেমন ময়ূর, কুকুট, ঘুঘু, কপোত, সালিক,— বনচর পক্ষী নানা । কেমন মুন্দর প্রাতিপূর্ণনেত্রে, দেখ, রয়েছে চাহিয়া আমাদের মুখ পানে গ্রীবা হেলাইয়া । মহর্ষি ব্যাসের ওই “শাস্তি-সরোবর” দেখ পার্থ সম্মুখেতে কিবা মনোহর । ঋষিশিশুগণ সহ নানা জলচর থেলিতেছে কি অনন্দে । ভাই ভগ্নী মভ দেখ শিশুগণ কৃত করিছে আদর। শিশুদের উচ্চ হান্ত, পক্ষিকলরব, ዓዓ »